মোঃ মনির হোসেন শাহীন :ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন করে নবীনগর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ।
বুধবার সকালে উপজেলা পরিষদ সড়কে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলার সকল সদস্যদের উপস্থিতিতে কুড়িগ্রামে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সাজানো মামলায় বাংলাট্রিবিউন সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে জড়িয়ে অমানুষিক নির্যাতন,আইসিটি আইনে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মামলা, দৈনিক পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম কাজলের নিখোঁজ,চট্টগ্রামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহ তিনজন সাংবাদিককে মামলা,কুমিল্লায় মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিকের উপর হামলা সহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নবীনগরে তীব্র প্রতিবাদমুখর এই মানববন্ধনে একাগ্রতা প্রকাশ করে উপস্থিত ছিলেন নুরনগর অনলাইন ফোরাম,নবীনগর সাংবাদিক ঐক্য পরিষদ ও নবীনগরের সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় শীল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,সঞ্জয় সাহা, রেজাউল করিম বাবুল,হেদায়েত উল্লাহ, মনির হোসেন,ওয়াহিদুজ্জামান দিপু,আক্তারুজ্জামান,টিটন দাস,দেলোয়ার হোসেন,সফর আলী,হেবজুল বাহার, খাইরুল এনাম,শরিফ উদ্দিন রনি,ফখরুল ইসলাম মাসুম,আবুল হাসান জাহিদ প্রমূখ।
তাছাড়াও এই কর্মসূচিতে একাগ্রতা প্রকাশ করেন বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও সিরাজুল ইসলাম চৌধুরী।
বক্তারা অবিলম্বে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন,হামলা মামলার শিকার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সেই সাথে আট দিন যাবত নিখোঁজ দৈনিক পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকতা অভাব রয়েছে বলে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
তাছাড়াও সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক গণমাধ্যমকর্মীদের উপর আধিপত্য বিস্তার ও তাদের কন্ঠস্বর চেপে ধরা বন্ধ করতে সংশ্লিষ্ট সবার উপর সরকারের নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমুলক সকল মামলা প্রত্যাহার ও বন্ধ করার জোর দাবি জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com