রেজাউল ইসলাম:সারা বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাসের সংক্রমণে জন জীবন বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। সে মুহূর্তে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মঠবাড়িয়ার কতিপয় অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট দেখিয়ে অধিক লাভের আশায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুনাফা লাভের আশায় বাড়তি মূল্যে বিক্রির অভিযোগে আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান। এসময় অভিযান চালিয়ে, দক্ষিণ বন্দর বাজার ব্রিজ সংলগ্ন “মক্কা ভ্যারাইটিস স্টোরের মালিককে
৫০০০ টাকা, “মোল্লা ট্রেডার্স” এর মালিককে ৭ হাজার টাকা, কে এম লতিফ ইনিস্টিটিউশনের বেইলি ব্রিজ সংলগ্ন “নূর-নবী স্টোর” কে ২ হাজার টাকা, বাজারের মোক্তার পট্টি রোডে “মায়ের দোয়া ট্রেডার্স”নামের একটি চালের আড়ৎকে ১০ হাজার টাকা, দামোদর স্টুডিওর সামনে খোলা বাজারের দুইটি দোকানের মালিককে ২ হাজার টাকা করে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।। ভুক্তভোগীরা এসময় প্রশাসনকে ধন্যবাদ দিয়ে বলেন এরকম বাজার তদারকি অব্যাহত রাখলে অসাধু ব্যবসায়ীরা থামবে না হয় প্রশাসনের যাবার পর আবার তারা সক্রিয় হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com