মোখলেছুর রহমান মুকুল : দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার উদ্যোগে করোনা সতর্কতায় থানায় প্রবেশে হাত ধোয়ার ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় থানায় প্রবেশ মুখে ট্যাপ ও হ্যান্ড ওয়াশের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।
এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, এসআই আসিফ মাহমুদ, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিমসহ থানার অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানা কম্পাউন্ডে সকলের করোনা ভাইরাস সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য হাত ধোয়ার এই ব্যবস্থা করা হয়েছে বলে ওসি বিপ্লব কুমার সাহা জানান।
ওসি সবাইকে বর্তমান বৈশ্বিক সমস্যা করোনায় আতঙ্কিত না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ থাকার আহŸান জানান এবং থানায় কর্মরত সকলকে কমপক্ষে ২০ সেকেন্ড হ্যান্ডওয়াশ দিয়ে দুই হাত ধৌত করে থানায় প্রবেশ করার নির্দেশ প্রদান করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com