মোঃ মনির হোসেন শাহীন:করোনা ভাইরাস প্রতিরোধে বিয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর উপজেলায় বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অভিযানে বিয়ে পণ্ড হয়ে গেছে।
জানা যায়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে রবিবার দুপুরে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মাহাবুব মিয়ার মেয়ের সাথে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কেটু খন্দকারের ছেলে পলাশের বিয়ের সব আয়োজন শেষ হলেও পুলিশ আসার সংবাদ পেয়ে বর ও কনের লোকজন পালিয়ে যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে বিয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর উপজেলায় বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অভিযানে বিয়ে পণ্ড হয়ে গেছে।
জানা যায়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে রবিবার দুপুরে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মাহাবুব মিয়ার মেয়ের সাথে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কেটু খন্দকারের ছেলে পলাশের বিয়ের সব আয়োজন শেষ হলেও পুলিশ আসার সংবাদ পেয়ে বর ও কনের লোকজন পালিয়ে যায়।
বরযাত্রী দুলাল শিকদার বলেন, পুলিশ আসার সংবাদে বর ও কনের লোকজন পালিয়ে যাওয়ার সময় কিছু অটোচালকরা বর যাত্রীদের উপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে শিবপুর ফাড়িঁর ইনচার্জ এসআই ইহসানুল হাসান বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ে চলছিল। পুলিশ আসার সংবাদ পেয়ে বর ও কনে পালিয়ে যায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com