প্রিয় সাতক্ষীরাবাসী,আপনারা জানেন খুলনা বিভাগের মধ্যে সব চেয়ে করোনা ভাইরাসের ঝুকিতে সবার আগে আছে আমাদের সাতক্ষীরা জেলা। তাই আমাদের সচেতন হতে হবে পাশাপাশি কিছু কাজও দায়িত্বের সাথে করতে হবে। যেমন আমি যা জানি তা অন্যকে জানানো।
আসুন আমাদের কি করা উচিৎ------
১. করোনা ভাইরাসের থেকে মুক্তি পেতে সাবান দিয়ে হাত ধোয়া ও বাইরে গেলে মাস্ক ব্যবহার করা।
২. অন্যের থেকে নিজেকে নিরাপদ দূরাত্বে রাখুন।
৩. সর্দ্দি কাশি বা জ্বর থাকলে মসজিদ, মন্দির, উপাসনালায় বা হাট-বাজার, দোকান-পাটে না যাওয়া।
৪. ধুমপান না করা, বাইরের খোলা খাবার না খাওয়া। টক জাতীয় ফল যেমন লেবু খাওয়া
৫. অন্যের ব্যবহার করা পোশাক,ক্রিম, পেস্ট, লিপজেল ব্যবহার না করা এমনকি প্রত্যেকে ভিন্ন ভিন্ন গামছা বা রুমাল ব্যবহার করুন।
৬. বাড়ির ঘরের জানালা দরোজা বন্দ রাখুন।
৭. গ্রামের পুকুরে যেখানে গ্রামের সবাই গোসল করে এমন পুকুরে গোসল করবেন না বাড়িতে নলকূপে গোসল করুন। গ্রামের মোড়ে কোশ-গল্প থেকে নিজেকে সরিয়ে নিন।
৮. যেখানে সেখানে কপ-থুথু ফেলবেন না।
৯. নিজের খাওয়ার প্লেট গ্লাস আলাদা করুন। কোন চায়ের দোকানে বা হোটেলে সবার ব্যবহৃত প্লেট গ্লাসে খাবেন না।
১০. সম্ভব হলে পাবলিক যানবহন এড়িয়ে চলুন।
১১. বিদেশ ফেরত ব্যক্তিদের তথ্য ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির নিকট / স্থানীয় চেয়ারম্যানের কাছে প্রদান করুন।
১২. অসাধু ব্যবসাহীরা দ্রব্যমূল্য বাড়াচ্ছে তাদের ধরিয়ে দিন্ । মূল্য তালিকা দোকানে না টানালে আ্ইন শৃঙ্খলা বাহিনীকে জানান।
১৩. যদি আপনার গলা শুকিয়ে যায় তাহলে ঘনঘন পানি পান করুন।
১৪. আপনি একজন রেডিও নলতার শ্রোতা আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি আপনি আপনার চারপাশে যারা আছেন তাদেরকে করোনা ভাইরাজ সম্পর্কে বিনয়ের সাথে জানান।
১৫. রেডিও নলতার সকল শ্রোতা সংঘের সদস্যদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের গ্রামে পাড়ায় মহল্লায় মানুষকে সচেতন করুন। আলোচনা বা লিফলেট বিতারণ করুন।
সচেতনতাই করোনা ভাইরাজ থেকে মুক্তি দিতে পারে।
আপনাদের মঙ্গল কামনায়
সেলিম শাহারীয়ার
স্টেশন ম্যানেজার
রেডিও নলতা
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com