রেজাউল ইসলাম :পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ আজ বৃহস্পতিবার ২৬ মার্চ ভোর ৫ টায় আমড়াগাছিয়া ইউনিয়নে বিলকিস নামের এক নারীর বিষপানে এবং সকাল ৮ দিকে বেতমোর রাজপাড়া ইউনিয়নের মো. এমাদুল হক (৩০) নামে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। একই দিনে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে দুইটি ভিন্ন যায়গায় মৃত্যুর খবরে উপজেলায় শোকের ছায়ানেমে আসে।স্থানিয় সুত্রে জানাযায়, নিহত মো. এমাদুল হক (৩০) আজ সকাল ৮ টায় নিজ বাড়িতে মটারের সাহায্যে মাছের ঘেরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়়ে মৃত্যু হয়।পরে স্থানীয়রা সকাল ৮.৪৫ মিনিটের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যুবলে ঘোষণা করেন। নিহত এমাদুল হক বেতমোর রাজপাড়া ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত্যু মো. আব্দুস সালাম এর পুত্র। এমাদুল হক মা, স্ত্রী, ১ মেয়ে রেখে মারা যান।
অপরদিকে আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের ফরাজী বাড়ির নুরুল আমীনের স্ত্রী মানুসিক ভারসাম্যহীন বিলকিস বেগম (৪০) বিষপানে মৃত্যুবরণ করে৷
বিলকিসের মামা স্বশুড় বেতমোর আশরাফুল উলূম ফাজিল মাদরাসার আরবী প্রভাষক, জনাব মর্তুজা আলী জানান, তার ভাগীনা নুরুল আমীনের স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন৷ গতরাতে মৃত বিলকিস ও তার ছেলে মেয়েকে নিয়ে বাসায় অবস্থান করছিলেন৷ এমনসময় কৃষি কাজের জন্য ঘরে থাকা বিষ পান করে অসুস্থ হলে সকালে তাকে উপজেলার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন৷ নিহত বিলকিস বেগম স্বামী, ১ ছেলে ১ মেয়ে রেখে মারা যান৷ মৃত বিলকিসের সুরতাহল শেষে আগামীকাল তাকে বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে৷
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com