বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ কালে এক প্রকার অসাধু ব্যবসায়ীরা যেখানে জীবাণু নাশক সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মূল্যবৃদ্ধি করে যাচ্ছেন তখন সমাজের একশ্রেণির মানুষ থেকে যাচ্ছে এগুলো ক্রয় ক্ষমতার বাইরে।
গরিব রিকশাচালক, রাস্তায় ফুটপাথে থাকা মানুষ, দিন মজুরেরা ঠিক মতো জানেই-না এই ভাইরাস কী, এই ভাইরাস থেকে বাঁচতে কী করণীয়। জেনে থাকলেও উচ্চ মূল্যের কারণে সাবান, স্যানিটাইজার এগুলো কিনে ব্যবহার করতে পারছেন না।
এইসব অসহায় মানুষ গুলোর জন্যই করোনা ভাইরাসের উপকরন সাবান, মাক্স, ও জীবাণু নাশক স্প্রে পিরোজপুরের ইন্দুরকানীর ঘোষেরহাট টাইগার্স ক্লাব এর উদ্যোগে মাক্স, সবান ও জীবাণু নাশক স্প্রে গরিব রিকশা চালক, দিন মজুরদের মধ্যে বিতরণ করেন।
বৃহস্পতিবার (২৬-শে মার্চ) বেলা ১১ টায় উপজেলার ঘোষেরহাট বাজারে, ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন রাস্তা ঘাট থেকে শুরু করে মাস্ক, সাবান, জীবাণু নাশক স্প্রে বিনামূল্যে রিকশাচালক, গরিব ফুটপাথের বাসিন্দাদেরকে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি মো. ইকরামুল শিকদার, জি এস বাংলা টিভির ডিইরেক্টর সাংবাদিক রফিকুল ইসলাম খান, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর অনলাইন নিউজ টিভির সম্পাদক রাজু শিকদার নিলয়, দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি সৌরভ ভক্ত, প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com