রাজধানীর অদূরে শিল্পনগরী আশুলিয়া থানার গনক বাড়ি শাখার সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসিম ৩০ বিভিন্ন কৌশল অবলম্বন করে মৌসুমি আক্তার বর্ষা নামের এক তরুণীকে দাওয়াত খাওয়ানোর কথা বলে প্রাইভেট কারে একটা ফাঁকা বাড়িতে নিয়ে যান জামাল হোসেন আল শাহরিয়ার ও ফোরকান । তারা মিলিত ভাবে ওই তরুনিকে বিববস্ত্র করে শ্লীলতাহানীর প্রচেষ্টায় লিপ্ত হন৷ এহেন পরিস্থিতিতে ভিকটিম মৌসুমি আক্তার বর্ষা বাঁধা প্রদান করলে তাদের হাতের লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ও রক্তাক্ত জখম করেন। পরনের পোষাক ছিড়ে ফেলেন। গায়ের ওড়না টা ছিড়ে টুকরা করেন। তখন মৌসুমি আক্তার বর্ষার আত্ব চিৎকারে এলাকার জনগন ছুটে আসেন এবং মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে ধামরাই মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করেন। যৌন নির্যাতনের অভিযোগে আশুলিয়া থানায় একটি অভিযোগও দায়ের করেন। এব্যাপারে সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ এর মোঃ নাসিম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তার ব্যাবহৃত মোবাইল ফোনটা বন্ধ থাকতে দেখা যায়। সরেজমিনে গণমাধ্যম কর্মীদ্বয় সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর হাসেম প্লাজার দ্বিতীয় তলার ব্রাঞ্চে যেয়ে কর্মরত ট্রান্সপোর্ট ম্যানেজার মোঃ রুহুল আমীনের সাক্ষাতকারে বেরিয়ে আসে চমৎকার কিছু তথ্য। নারিকর্মীদের সাক্ষাতকারে কেছো খুঁড়তে শাপ বেরিয়ে আসে । নারিকর্মীরা বলেন নিয়োগ ছাড়াই চাকুরি করছেন তারা। আবার অনেকেই বলেন ভালো কোনো চাকুরি পেলে আমরা এই চাকুরি ছেড়ে অনত্র চলে যেতাম। নিয়োগ ছাড়া চাকুরির বিষয়ে শ্রমিক নেতা শাকিল আহম্মেদের নিকট জানতে চাইলে তিনি বলেন এটা বড়ই দুঃখ জনক বিষয়। যেখানে বাংলাদেশ সরকার শ্রম আইন তৈরি করেছেন চাকুরির নিয়োগ বিঁধিবিধান রেখে সেখানে কি ভাবে এই শ্রমিকদের নিয়োগপত্র ছাড়া চাকুরি করাচ্ছেন সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর গনক বাড়ি শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসিম? শ্রম আইন লঙ্ঘন সহ নারি নির্যাতনের অভিযোগে অনতি বিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জনসাধারণের। আইন প্রয়োগকারী সংস্থার ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com