অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসের প্রার্দুভাবে সারাদেশ অঘোষিত লকডাউন হয়ে পড়লেও, সকল পর্যায়ের প্রশাসন আছে দেশের এই পরিস্থিতিতে মানুষের সেবায়। বিশেষ করে চিকিৎস, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত। আজ করোনা ভাইরাস যখন সকল মানুষের মনে আতঙ্ক তৈরী করে দিয়েছে, তখন সবচেয়ে বড় ভুমিকা পালন করে চলেছে চিকিৎসক সমাজ। মানুষের প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত ঘরের বাহিরে আসতে হচ্ছে ইচ্ছা না থাকলেও। তখন কিছু কিছু ক্ষেত্রে ঘটে যাচ্ছে অনাকাঙ্খিত ঘটনা। তেমনি একটি অনাকাঙ্খিত না ইচ্ছাকৃত ঘটনা ঘটে গেল এক সরকারী চিকিৎসকের সাথে।
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকের সাথে অশালীন আচরন ও নির্যাতনের ঘটনা নিজের ফেসবুকের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তার কথাগুলো হুবহু তুলে ধরা হলো-
“আমি ডাক্তার সুপ্রভ আহমেদ ৩৯তম বিসিএস নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাংশা, রাজবাড়িতে কর্মরত আছি। আজ দুপুর ২ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডিউটি করে ভ্যানে করে ফেরার পথে পাংশা মডেল থানার ওসি আহসান সাহেব আমার ভ্যানের গতিরোধ করেন। ডাক্তার পরিচয় দেবার পরও তিনি বিভিন্ন ধরনের অশালীন কথা বলেন এবং তারপর লাঠি দিয়ে আমার দুই পায়ে আঘাত করেন। এ পর্যায়ে আমি তাকে পুনরায় বলি আমি সরকারী ডাক্তার এবং জরুরি বিভাগে কাজ করে ফিরছি। তিনি বলেন আপনি ডাক্তার হয়েছেন তো কি হয়েছেন? এরপর বলে আপনি এখান থেকে যান। আমি এরপর চলে আসি। আমি আমার ইউএইচএফপিও, ইউএনও, সিভিল সার্জনকে জানিয়েছি। ওসি ঘটনাকে অস্বীকার করছে। আমি সকল ডাক্তারের সাহায্য কামরা করছি।
ডা. সুপ্রভ আহমেদ
এমবিএমসি-৪৩
মেডিকেল অফিসার (৩৯তম বিসিএস)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাংশা, রাজবাড়ি।
ভুক্তোভুগি ডা. সুপ্রভ আহমেদ এর সাথে কথা বলে জানা গেল, গত ২৫ মার্চ বুধবার বেলা ২টার সময় ঘটনাটি ঘটে। তিনি বলেন, সমগ্র বিষয়টি আমার উর্দ্ধোতনদের জানিয়েছে। তারা বিষয়টি দেখবেন বলেছেন। তাই ডা. সুপ্রভ আহমেদ তার উর্দ্ধোতনদের কাছ থেকে এর সমাধান পাওয়ার আশায় আছেন। তারা কি সিদ্ধান্ত নেন সেটা দেখার অপেক্ষায় আছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com