বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা; একদিনে ৪০ হাজার বেড়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।
জনস হফকিনস ইউনিভার্সিটির বৃহস্পতিবার রাতে দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭৫টি দেশ ও অঞ্চলে বিস্তৃত হয়ে ৫ লাখ ১১ হাজার ৬০৩ জনকে আক্রান্ত করেছে নভেল করোনাভাইরাস।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ২৩ হাজার ৬৭ জনের; আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২০ হাজার ৯৮৩ জন।
ইউরোপ ও আমেরিকায় ব্যাপক সংক্রমণে পর বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ায় উদ্বেগ জানিয়ে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস গত সোমবারই দেখিয়েছিলেন, কত দ্রুতগতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
নভেল করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর তা লাখ ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। রোগীর সংখ্যা এক লাখ থেকে দুই লাখে যেতে সময় লেগেছে ১১ দিন।
এরপর চার দিনেই রোগীর সংখ্যা দুই লাখ থেকে তিন লাখে পৌঁছে যাওয়া নিয়েই উদ্বেগ দেখিয়েছিলেন গ্যাব্রিয়েসাস। এখন চার দিনে রোগীর সংখ্যা চার লাখের গণ্ডি ছাড়িয়ে ৫ লাখও ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রতি দুদিনে এক লাখ আক্রান্ত হচ্ছে।
গত বছরের শেষ মাস ডিসেম্বরের একেবারে শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। অন্য প্রদেশগুলোতে দ্রুত ছড়িয়ে যাওয়ার পর ভিন্ন দেশেও ভাইরাস সংক্রমণ দেখা দেয়।
তখন এই ভাইরাসের নাম দেওয়া হয় নভেল করোনাভাইরাস, আর এর ফলে সৃষ্ট রোগ নাম পায় কভিড-১৯; যার লক্ষণ জ্বর, মাথাব্যথা ও শ্বাসজনিত সমস্যা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com