ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর আন্তরিক প্রচেষ্টায় আজ ২৯ মার্চ ২০২০ রবিবার হতে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করা হচ্ছে।
রমনা থানা এলাকায় ফুটপাতে থাকা এক বৃদ্ধা পুলিশের এই খাবার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। তিনি পুলিশকে বলছিলেন “রাস্তায় মানুষ-জন নেই, আমরাও ঠিকমতো খেতে পারছিনা, পুলিশের এই খাবার পেয়ে আমি খুব খুশি। দোয়া করি, আল্লাহ্ যেন তোদের ভাল করে।”
এ বিষয়ে খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন ডিএমপি নিউজের সাথে আলাপকালে বলেন, এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা খিলগাঁও ও রামপুরা এলাকায় গরীব দুঃস্থ ও ছিন্নমূল শিশুদের মাঝে ১০০ প্যাকেট বিতরণ করেছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে মোট পঁচিশশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।