হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা মোতাবেক অযান্ত্রিক যানবাহন চালক, অসহায় দুঃস্থ, গরীব ও খেটে-খাওয়া মানুষদের সহায়তা করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী কালিগঞ্জ থানার বিভিন্ন বাজারে, মোড়ে বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী ত্রান গ্রহিতাদের প্রথমে সুন্দরভাবে হাত ধৌত করান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ফোর্স, মিডিয়া কর্মী এবং স্থানীয় নাগরিক সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বক্তব্যে বলেন, সামাজিক ভাবে সকলকে করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসতে হবে। আগামী ১৪ দিন সবাইকে সরকারী নির্দেশনা মোতাবেক নিজ নিজ বাড়িতে অবস্থান করেতে হবে। অপ্রয়োজনীয় ভাবে বাইরে ঘোরাফেরা না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম না করা, কোলাকুলি, হ্যান্ড শেক ইত্যাদি হইতে বিরত থাকার পরামর্শ দেন। অফিসার ইনচার্জ আরও বলেন, করোনা একটি সংক্রামক ব্যাধি, এটি মোকাবেলায় আমাদেরকে অবশ্যই সচেতন থেকে দায়িত্বশীল আচরন করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com