ঘরে ফেরা ত্রান কর্মসূচি বাস্তবায়নে আমি দিশেহারা দায়িত্বহীন তালিকা প্রস্তুত করার কারণে।।
প্রিয় সাংবাদিক, সেচ্ছাসেবী ভলেন্টিয়ার ভাই বন্ধুগন-
অধিকাংশ ইউপি সদস্যগন ঘরে ফেরা কর্মসূচির আওয়াতাধীন যে তালিকা দিয়েছেন তা তাহা দেখে এবং একটা দুইটা তালিকা যাচাই করে আমার মনে হয়েছে ঘরে ফেরা কর্মসূচি তালিকা নয় ভোট কেনা কর্মসূচি বাস্তবায়নে তালিকা একজন জনপ্রতিনিধি হিসাবে আমি লজ্জিত।। প্রিয় সাংবাদিক, সেচ্ছাসেবী ভলেন্টিয়ার ভাই সুধিজন #আমাদের মোট জনগোষ্ঠীর ৭০%থেকে ৮০% কি হত দরিদ্র???
সামান্য দুই -এক জন ইউপি সদস্য বাদে বাকি সকল
ইউপি সদস্য যে তালিকা দিয়েছে তাহা মোট হাউজ হোল্ডিং এর প্রায় ৭০%-৮০% পরিবার।।পরিবারের ৭০% ৮০% হতদরিদ্র?সাংবাদিক ও ভলেন্টিয়ার ভাইদের নিকট অনুরোধ পিআইও সাহেব অথবা আমার কাছ থেকে তালিকা ফটো কপি করে নিয়ে অনুসন্ধান করে প্রত্যেক পাতার ফটোকপি ফেসবুকে দিন সংযুক্ত করেন কারা বাদ পড়েছেন প্রকৃত আর কারা বাদ পড়া উচিৎ ঐতালিকাথেকে। তা না হলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন ফসলতার মুখ দেখবে না।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com