হাফিজুর রহমান শিমুলঃবিশ্বব্যাপী যখন করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে লকডাউন, হোম কোয়ারেন্টাইন আর নানান অভিযান অব্যহত, ঠিক তখনি জীবনের মায়া ত্যাগ করে দায়িত্ব পালন করে চলেছেন ভোমরা স্থলবন্দরে একদল স্বাস্থ্যসেবক। প্রতিদিন পার্সপোর্টধারী আগত ব্যাক্তিদের প্রাথমিক পরীক্ষা নীরিক্ষা শেষে হোম কোয়ারেন্টাইনের উদ্যেশে ছেড়ে দেওয়া হয়ে থাকে। সাতক্ষীরার সু-যোগ্য জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সাতক্ষীরার সিভিল সার্জনের উদ্যোগে গত ৬ ফেব্রুয়ারী ২০২০ তারিখ থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন সদর হাসপাতালের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ডাঃ আব্দুস শহিদ, স্যানিটারী কর্মকর্তা ডাঃ আবুল কাশেম, উপ-কমিউনিটি মেডিকেল কর্মকর্তা শপ্নারাণী মন্ডল প্রমুখ। শনিবার (৪ এপ্রিল) বেলা ২টা পর্যান্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ২৬ মার্চ-২০২০ তারিখ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ৯'শ ৩৭ জন ভারত থেকে দেশে ফিরেছেন। প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যান্ত ভারত থেকে আশা ব্যাক্তিদের করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট ও নিয়ম মেনে চলার পাশাপাশি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করে থাকেন স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com