মোঃ মনির হোসেন শাহীন: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগর উপজেলার মানিকনগর বাজারের চিত্র দেখলে মনে হবেনা দেশ এখন করোনায় আক্রান্ত।
প্রতিদিন চলছে জটলা করে পন্য সামগ্রি ক্রয় বিক্রয় প্রশাসনের এত প্রচারণা সচেতনতা অনুরোধ উপেক্ষা করে চলছে কেনাবেচা।
মুদি দোকানের নামে চলছে ডিপার্মেন্টাল ষ্টোর বিড়ি সিগারেট এর রমরমা ব্যবসা একটু খোলা রেখে চলছে বিড়ি সিগারেট এর দোকানে বেচাকেনা।
সাতে চা দোকান
এই ব্যাপারে বাজার ব্যাবসায়ী সমতির সভাপতি মনির খাঁন বলেন আমি অনেক বুঝিয়ে বলেছি তার পর ও অনেকেই বাধা মানছেননা আমি সামাজিক দুরত্ব বজায় না রাখার জন্য দুই তিনটি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছি প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।
মানিকনগর বাজার ব্যাবসায়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসিরাবাদ গ্রামের মেম্বার মেহেদী হাসান জালাল বলেন পুলিশ এলে সব ঠিক থাকে পুলিশ চলে গেলে চিত্র বদলে যায়, আমি মনে করি বাজার ব্যাবসায়ি কমিটি চেষ্টা করলে সকলেই সামাজিক দুরত্ব বজায় রেখে ও নিয়ম কানুন মেনে চলতে বাধ্য হবে।
এই ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রনোজিত রায় বলেন আমি সব সময় বাজার গুলোতেে নিয়মিত পুলিশ পুলিশ টহল দিচ্ছি কিন্তুু পুলিশ তো আর সারাক্ষণ থাকেনা আমি মনে করি এই ব্যাপারে বাজার কমিটিকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে তিনি বলেন আমি এক্ষুনি আবার পুলিশ পাঠাচ্ছি।
স্হানীয় একজন ব্যবসায়ি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার আব্দুল গফুর( কনা মিয়া) বলেন আমি আমার নিজের দোকান বন্ধ রেখেছি কারন এই ক্লান্তি লগ্নে আমাদের সকলকে সচেতন হতে হবে প্রয়োজনে স্হানীয় প্রশাসন চাইলে আমরা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তরা ও এই দুর্যোগে সহযোগিতা করতে প্রস্তুত আছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com