হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জের পল্লীতে গভীর রাতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ৭/৮ জনের চোরচক্রটি গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারীতে থাকা স্বর্ণালোঙ্কার, নগদ টাকা, মোবাইল সেটসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনাটি উপজেলার মৌতলা গ্রামের আলহাজ্জ ডাঃ আবদুল আজিম সাহেবের বাড়ীতেই ঘটেছে। বাড়ির মালিক ও নিকটতম প্রতিবেশী সুত্রে জানাগেছে,
রবিবার (৫ এপ্রিল) রাত অনুমান ২ টার দিকে
ঘরের জ্বালানা ভেঙে, লোহার গ্রীল কেটে তার ঘরের ভেতর প্রবেশ করে। চোরচক্রটি ষ্টীলের আলমারি, ড্রয়ারের তালা ভেঙে তার মধ্যে রক্ষিত সোনার গহনা, মোবাইল সহ বিভিন্ন মালামাল চুরি করে। একপর্যায়ে আজিম সাহেবের ছেলে তাহমিম এর ঘরের মধ্যে থাকা সাইকেল ও মটর সাইকেল চরি করতে গিয়ে শব্দে ঘুম ভেঙে যায় এবং তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ঘটনা স্হলে ছুটে আসলে চোররেরা পালায়ে যায়। এঘটনা ঐরাতেই পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন জরুরী ফোর্স পাঠান। এস আই চিন্ময় কুমার ও এ এস আই অনুপ কুমার সহ পুলিশ ফোর্স সরেজমিন তদন্ত করেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com