সাতক্ষীরা সদর থানা পুলিশের ত্রাণ তহবিলে মাহমুদুল আলম বিবিসির পক্ষ থেকে পাঁচশত কেজি চাউল প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের কাছে সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল আলম বিবিসি পক্ষে চাউল প্রদান করেন মীর সুমন। এই বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন সারা বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রামন বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে আমাদের সতক্ষীরাসহ আমাদের দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ মানবেতর জীবণযাপন করছে। আমরা সাতক্ষীরা সদর থানার পক্ষ থেকে রাতের আধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী প্রদান করছি। প্রবাসে বসবাসকারী এই ব্যক্তি যেভাবে দেশের দূর্যোগের দিনে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। সবার যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমরা তার চিন্তাকে সাদুবাদ জানাই। দুবাই থেকে মাহমুদুল আলম বিবিসি বলেন আমি আমার জায়গা থেকে এগিয়ে এসেছি। আমি আমাদের দেশের সকল ব্যবসায়ী ও বিত্তবান মানুষদের অনুরোধ করব তারাও যেন দেশের এই বিপদের দিনে এগিয়ে আসে। সাতক্ষীরা জেলা পুলিশ আমদের আস্থার প্রতিক। সবাই যদি পুলিশের ত্রাণ তহবিলে তাদের খাদ্য সামগ্রী প্রদান করে তবে তার সুষ্ঠু বণ্টন হবে। এই সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সহ আরও অনেকে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com