করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে জরুরি সেবা ও সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
দেশে করোনাভাইরাসের মহামারী ঠেকাতে গত ২৬ মার্চ থেকে অবরুদ্ধ অবস্থা তৈরি করা হয়েছে। এরমধ্যে মানুষের যেন জরুরি পণ্য নিয়ে সঙ্কটে পড়তে না হয়, সেজন্য এমন নির্দেশনা।
পরিপত্রে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং জনস্বার্থে চলাচল ও গমনাগমন নিষেধাজ্ঞা অথবা নিয়ন্ত্রণ ও নিবৃত্তমূলক যে কোনো ব্যবস্থাকালে জরুরি সেবা ও সরবরাহ শৃঙ্খল যথাসম্ভব স্বাভাবিক রাখার স্বার্থে নিম্নোক্ত পরিষেবাসমূহ যথারীতি চালু থাকবে।
বিদ্যুৎ,পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com