শেরপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।এরমধ্যে রয়েছেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়ায় এক যুবক এবং ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামের এক শিশু।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ জানায়, বৃহস্পতিবার দুপুরে সদরের এই যুবক মারা যান এবং বুধবার রাতে ঝিনাইগাতীর এক বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার দুপুরে সাতপাকিয়ার মধ্যপাড়া নিজ বাড়িতে ৪০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
“পাশাপাশি মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি অবরুদ্ধ করেছে উপজেলা প্রশাসন।”
ওসি মামুন বলেন, গত তিনদিন ধরে তার জ্বর, পাতলা পায়খানা ও কাশি ছিল। বৃহস্পতিবার সকাল থেকে জ্বর বেড়ে যায়; দুপুরে মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, “আমরা ঘটনা শোনার পর ঘটনাস্থলে যাই এবং মৃত ব্যক্তির বাড়িসহ ১৬টি বাড়ি অবরুদ্ধ ঘোষণা করি। জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম নমুনা সংগ্রহ করেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com