ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে কুমিল্লার সাংবাদিক মাহফুজ বাবুসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার অন্তরালে ঘটনা রয়ে গেছে দাবি করে সুস্ঠু তদন্তের দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। বিএমএসএফ'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, পুরো ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করলেই প্রকৃত ঘটনা এবং দোষিচক্র বেরিয়ে আসবে। সরকারের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রাণী করা হবেনা মম্মে বলা হলেও বাস্তবে তা হচ্ছেনা।
মামলা সূত্রে প্রকাশ, গত ৮এপ্রিল "সাবিয়া রেহমান" নামক ফেসবুক আইডি হতে কুমিল্লা জেলার বুড়িচং ও বিপাড়া উপজেলার সংসদ সদস্য আব্দুল মতিন খসরু'র করোনায় মৃত্যু হয়েছে। এমন গুজব ও মিথ্যা সংবাদটি পোষ্ট দেওয়ার পর আসামী ১। ফরহাদ খান (২৩)পিতাঃ মোঃ সামছুল হক সাং বাকশিমুল ২। মাহফুজ বাবু (৩৩) পিতামৃতঃ আঃ ওয়াহিদ সাং ঘোষপাড়া উভয় থানাঃ বুড়িচং জেলাঃ কুমিল্লাদ্বয় সাবিয়া রেহমান এর পোষ্টকৃত এমপি মহোদয়ের করোনায় মৃত্যুর সংবাদে বিরুপ ও আপত্তি মন্তব্য করেন।
এমপির মৃত্যুর মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রোনিত গুজবের প্রেক্ষিতে জনৈক মোঃ আল আমিন ভুঁইয়া বাদী হয়ে সাবিয়া রেহমান এর ব্যবহারকারী আইডি ও ব্যক্তি এবং আসামী ১। ফরহাদ খান ২। মাহফুজ বাবুদের সহ অারও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় এজাহার দায়ের করেন।
মামলাটি জেলা গোয়েন্দা শাখায় এস আই পরিমল চন্দ্র দাস আসামীদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করেন এবং আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com