আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখে পৌঁছেছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯৩ হাজার।
চীনে নতুন ধরনের এই ভাইরাস সংক্রমণের পর তা মহামারী রূপ নিয়ে পাঁচ মাসের আগেই আগেই মৃতের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছে গেল।
জনস হপকিন্স ইউনিভার্সিটির বৃহস্পতিবার রাতে দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে নভেল করোনাভাইরাস আক্রান্ত করেছে ১৫ লাখ ৩৭ হাজার জনকে, আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৪২৫।
মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি, দেশটিতে এই পর্যন্ত ১৮ হাজার ২৭৯ জন মারা গেছে কোভিড-১৯ রোগে।
মৃতের সংখ্যায় এদিনই স্পেনকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র উঠেছে দ্বিতীয় স্থানে। দেশটিতে মারা গেছে ১৫ হাজার ৭৭৪ জন। তৃতীয় স্থানে থাকা স্পেনে মৃতের সংখ্যা ১৫ হাজার ২৩৮।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস সংক্রমণের পর প্রথম মৃত্যুটি ঘটেছিল ১১ জানুয়ারি।
চীনের বাইরে প্রথম মৃত্যুটি ঘটেছিল প্রায় এক মাস পর ২ ফেব্রুয়ারি ফিলিপিন্সে। সেদিন মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৬২।
মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছেছিল ১০ ফেব্রুয়ারিতে। অর্থাৎ প্রথম মৃত্যুর পর মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছতে লেগেছিল ঠিক এক মাস। এরপর মৃতের সংখ্যা দুই হাজারে যেতে সময় লাগে ৮ দিন।
তার এক মাস পর ১৯ মার্চ মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ায়। বিপর্যস্ত ইউরোপে এরপর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com