সমাজে অনেক লোক আছেন যারা কষ্টেও মানুষের কাছে হাত পাতেন না, তাদের তালিকা করে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সামাজিক সুরক্ষার আওতায় সহযোগিতা পাচ্ছেন, তাদের পাশাপাশি একটি তালিকা করতে হবে। যারা কষ্টেও মানুষের কাছে হাত পাতেন না, মুখ বুঝে ঘরে বসে থাকেন তাদের।’
তিনি বলেন, ‘সমাজে অনেক লোক আছেন যারা কর্ম করে জীবন-জীবিকা করতেন। এদের অনেকেই আজ কষ্টে আছেন। তারা হাত পাততে আসবেন না। চাইতে পারবেন না। তাকে মুখ বুঝে কষ্ট সহ্য করতে হবে। তারা যেন কষ্টে না থাকে তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে।
প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সবাই মিলে একটা তালিকা করবেন। যার সত্যিকার অভাব রয়েছে, কষ্ট পাচ্ছে তাদের তালিকা যেন হয়। তাদের কাছে যেন খাবার পৌঁছায়। আমি জোর নিয়ে বলছি, যারা এ ধরনের কষ্টের মধ্যে আছেন কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না, তাদের জন্য একটা তালিকা করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবেন। যাতে কেউ কষ্ট না পায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com