আজ মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা খুলনা এবং বরিশাল বিভাগের জেলা প্রশাসক মহোদয়গণে সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সাতক্ষীরা জেলাতে করোনা প্রতিরোধে সার্বিক চিত্র তুলে ধরেন। সাতক্ষীরা জেলাতে প্রতিদিন বিপুল পরিমাণে দুধ অবিক্রিত থেকে যাচ্ছে যেগুলো স্থানীয় মিষ্টির দোকানে সরবরাহের কথা বলেন। সামনে চিংড়ি মৌসুমে চিংড়ি রপ্তানি করতে না পারলে চিংড়ি খাতের সাথে জড়িতরা ক্ষতিগ্রস্ত হবেন সেটিও তুলে ধরেন জেলা প্রশাসক।
মাননীয় প্রধানমন্ত্রী সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন।
১. বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।
২. সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
৩. বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ থাকবে।
৪. খাদ্যশস্য উৎপাদন, কাটা এবং পরিবহনের সাথে যারা যুক্ত তাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।
৪. খাবার এবং ঔষধের দোকান খোলা থাকবে।
৫. এখন যারা কাজ করতে পারছে না তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে।
৬. ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে।একখন্ড জমিও যেন অনাবাদি না থাকে।
৭. কৃষক যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য ২ লক্ষ মে: টন এর বেশি খাদ্যদ্রব্য ক্রয় করা হবে।
৮. ক্ষতগ্রস্ত কৃষকের মাঝে ১৫০ কোটি টাকা বরাদ্দ থাকবে।
কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাতী, জেলেসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করতে হবে।
৯. কৃষিখাতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা থাকবে। ক্ষুদ্র/মাঝারি শিল্প, ফুল, ফল, পোল্ট্রি, মৎস্য খাতের সাথে যুক্তদের ৫℅ হার সুদে ঋণ দেয়া হবে।
১০. সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
১১. প্রত্যেকে যার যার এলাকা সুরক্ষা করবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com