ঢাকার পান্থপথে একটি প্রতিষ্ঠানে অভিযানে চালিয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ব্যবহৃত হ্যান্ড গ্লাভস জব্দ এবং একজনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাব।
সোমবার সন্ধ্যার পর পান্থপথের এ এস এ ট্রেডিং নামের প্রতিষ্ঠানের দুটি গুদামে অভিযান চালিয়ে অর্ধলক্ষাধিক হ্যান্ড গ্লাভস জব্দ করার গুদামগুলো সিলগালা করে দেওয়া হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ বসু মানুষের কল্যাণে প্রতিদিন কে জানান, অভিযানকালে গুদামগুলোতে হাজার হাজার হ্যান্ড গ্লাভস মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তাছাড়া বিভিন্ন নামি কোম্পানীর খালি প্যাকেটও পাওয়া যায় এই দুই গুদামে।এসব গ্লাভস পুরাতন। তা ধুয়ে বাক্সগুলোতে ঢুকিয়ে বাজারে ছাড়া হত,” বলেন তিনি।
পলাশ বসু বলেন, প্রতিষ্ঠানের মালিককে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে কারাদণ্ড এড়াতে তাৎক্ষনিকভাবে ১০ লাখ টাকা পরিশোধ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com