মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রমজান মাসে ঘরে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছেন । আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিভাগের নয়টি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানকালে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ যে কোন স্থান থেকে ইবাদত করলেই কবুল করেন। আপনারা জানেন করোনাভাইরাসের কারণে মক্কায় মসজিদে নামাজ বন্ধ হয়েছে। কাজেই ঘরে বসেই নামাজ আদায় করুন।
তিনি আরও বলেন, কিছু অনিয়মের কারণে ১০ টাকার চাল বিক্রি কার্যক্রম বন্ধ থাকলেও শিগগির তা শুরু করা হবে। আরও ৫০ লক্ষ মানুষকে রেশন কার্ড দেয়ার কথাও জানান তিনি।
এছাড়া অর্থনৈতিক মন্দার মাঝেও দেশের মানুষকে রক্ষা করতে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। আলোচনার মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালু রাখা ও কৃষিকাজ চালিয়ে যাবার পরামর্শ দেন তিনি।
করোনা সন্দেহ হলে পরীক্ষা করা এবং কেউ আক্রান্ত হলে তার সাথে অমানবিক আচরণ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সেই অনুসারে কাজও শুরু হয়েছে। যাদের আসলেই প্রয়োজন, তারা যেন এই সহযোগিতা পান সেজন্য প্রতিটি ওয়ার্ডে তালিকা করতে বলা হয়েছে। তবে এই ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করবেন না।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com