ব্রাজিলে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলার পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী লুইজ এনরিক মেনদেতা।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে লুইজ জনগণকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। এ নিয়েই প্রেসিডেন্টের সঙ্গে তার বিরোধ তুঙ্গে উঠে।
স্বাস্থ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রকাশ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন করোনাভাইরাসকে ‘সামান্য ফ্লু’ বলে অ্যাখ্যা দেওয়া বোলসোনেরো।
করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন দেওয়া বিভিন্ন অঞ্চলের যে গভর্নরদের লুইজ প্রশংসা করেছিলেন বোলসোনেরো তাদেরও কড়া সমালোচনা করেন। বলেন, “জীবন অমূল্য, কিন্তু অর্থনীতি ও চাকরি স্বাভাবিক অবস্থায় ফেরা উচিত।”
ব্রাজিলের প্রেসিডেন্ট শুরু থেকেই কোভিড-১৯ কে হালকা করে দেখছেন বলে অভিযোগ রয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় অপ্রমাণিত চিকিৎসাপদ্ধতিকে উৎসাহিত করেও সমালোচিত হয়েছেন তিনি।
অন্যদিকে লুইজ সারাবিশ্বে যে নীতি অনুসৃত হচ্ছে, সেই লকডাউন ও সামাজিক দূরত্বের পদক্ষেপেই আস্থা রাখতে চেয়েছিলেন। প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের কারণে শুক্রবারের আগেই বরখাস্ত হতে পারেন বলে গত সপ্তাহে সহকর্মীদের কাছে আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হল।
টুইটারে নিজের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন লুইজ। তার সঙ্গে কাজ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাইকে ধন্যবাদ দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী নেলসন টাইশকেও।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com