করোনাভাইরাস রোধে দোকারপাট বন্ধ থাকায় মাগুরা কলেজ রোডের খোন্দকার প্লাজার ২৯টি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করা হয়েছে।
মার্কেটের মালিক সজল খন্দকার তার মার্কেটের ভাড়াটিয়াদের এ ভাড়া মওকুফের ঘোষণা দেন। এ দোকান গুলো থেকে এক লাখ ৬০ হাজার টাকা ভাড়া পেয়ে থাকেন তিনি।
সজল খন্দকার জানান, গত ২৬ মার্চ থেকে সরকারি নিদের্শনা অনুযায়ী মার্কেটের সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। সেজন্য মানবিক বিবেচনায় এপ্রিল মাসের ভাড়া মওকুফ করা হয়েছে।
এদিকে, মাগুরা সদরের জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক দুরাবস্থায় মুখোমুখী হওয়ায় তিনি তার জগদল ইউনিয়ন পরিষদের মালিকানাধীন দশটি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন।
একই সাথে মহম্মদপুর উপজেলা সদরের থাকা পারিবারিক একাধিক দোকান ঘরের ভাড়া মওকু করেছেন, মহম্মদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুর নবী ও অপর সাংবাদিক মাছুদ রানা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com