প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২০, ১:৪৯ পি.এম
খুলনায় আইসোলেশনে নারীর মৃত্যু | মানুষের কল্যাণে প্রতিদিন
নিউজ ডেস্কঃ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মাসুমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পিরোজপুর জেলার জিয়া নগরের বাসিন্দা মাসুমা গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে তিনি মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
খুলনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজের করোনাভাইরাস পরীক্ষার ল্যাবে এখন পর্যন্ত ৬২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনই খুলনার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com