আশুলিয়া প্রতিনিধি :ঢাকার সাভারের আশুলিয়ায় সরকারি ওএমএসের চাল বিক্রি না করে লোপাটের অভিযোগে সাবেক এক ইউপি মেম্বারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে অভিযান চালিয়ে আশুলিয়ার নলামের ডিলারের গুদামের পাশের এক পরিত্যক্ত ঘর থেকে ১০ বস্তা চাল ও ২২টি খালি বস্তা উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপির নেতৃত্বে অভিযান চালানো হয়।
সরকারি চাল লোপাটের দায়ে ডিলারের তদারককারী সাবেক ইউপি মেম্বার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি ১০ টাকা কেজি দরের ওএমএসের চাল দরিদ্রদের কাছে বিক্রি না করে ডিলার লোপাট করেছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মূল গুদামের পাশের এক ঘর থেকে এসব চাল জব্দ করা হয়।
পাশাপাশি ডিলারের তদারককারী ও আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আবদুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
এছাড়া তদন্ত সাপেক্ষ ডিলারের লাইন্সেস বাতিল করা হবে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযুক্ত আবদুর রশিদ পরিত্যক্ত ঘর থেকে চাল পাওয়ার কথা স্বীকার করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com