মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া ১৩০ পরিবারের জন্য ত্রাণ নিয়ে হবিগঞ্জের লাখাই যাচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।
তার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ‘এর্শাদ-আম্বিয়া’ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ ত্রাণ সামগ্রী বিতরণ করবেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় ব্যারিস্টার সুমন "মানুষের কল্যাণে প্রতিদিন" কে বলেন, ‘ বাবা-মায়ের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। স্বল্প সময়েই অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেকেই অর্থ সহায়তা দিয়েছেন। সেই অর্থ দিয়ে প্রাথমিকভাবে অসহায় ১৩০ পরিবারের জন্য রমজান উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনেছি। আজ লাখাই উপজেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’
এর আগে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, ‘‘ত্রাণ দিয়ে ‘এর্শাদ-আম্বিয়া’ ফাউন্ডেশনের যাত্রা শুরু করছি। যেতে চাই বহুদূর....
প্রসঙ্গত, ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। নিজ উপজেলায়, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইন পেশায় আছেন তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com