চলতি বছরের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচন হবে।আসন্ন একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধ পেতে আগ্রহী নতুন দলগুলো যোগ্য কিনা তা যাচাইয়ে আবেদন পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন।নিবন্ধিত দলগুলোরই ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকবে। গেল ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে ৭৬টি দল। যাচাই বাছাইয়ের জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে নিষিদ্ধ দলগুলোর তথ্য চেয়েছে সাংবিধানিক সংস্থাটি।নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নতুন রাজনৈতিক দলের বিষয়ে আপত্তির নিষ্পত্তি শেষে ফেব্রুয়ারিতে আবেদন যাচাই বাছাই করে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করা হবে। নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মার্চে।এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক দলের সব তথ্য যাচাই শেষে তা কমিশনে উপস্থাপন করা হবে। শর্ত পূরণ করা যোগ্য দলগুলোকে আগামী মাসে নিবন্ধন দেওয়া হবে।এবার ৭৬টি দল নির্বাচন কমিশনে আবেদন করলেও আলোচনায় রয়েছে চারটি দল। এর মধ্যে রয়েছে- মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, জাসদের একাংশ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ এবং ববি হাজ্জাজের এনডিএম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com