নিউজ ডেস্কঃ
দু’দিনের ব্যবধানে আবারো সাতক্ষীরার সুন্দরবন থেকে লোকালয়ে এসেছে চিত্রা হরিণ। বুধবার (২২ এপ্রিল) ভোররাতে সুন্দরবন থেকে পথ ভুলে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া জনবসতি এলাকায় চলে আসে হরিণটি।
এ সময় স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশনের বনকর্মকর্তা মিজানুর রহমান ও কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে সিপিপি ও স্থানীয় জনগণের সহযোগিতায় হরিণটি আটক করে।
পরে লোকালয়ে চলে আসা হরিণটিকে আটক করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।
এলাকাবাসীরা জানান, ভোরে হরিণটিকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসে খবর দেন স্থানীয়রা। পরবর্তীতে বন বিভাগের লোকজন এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহযোগিতায় হরিনটি আটক পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু শরীরে কোন ক্ষত চিহ্ন না থাকায় ও হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক থাকায় হরিণটিকে পুনরায় সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। সরকারি কাজে সহযোগিতার জন্য সিপিপি ও স্থানীয়দের ধন্যবাদ জানান স্টেশন কর্মকর্তা।
উল্লেখ্য, গত সোমবার সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন এলাকায় একই ঘটনা ঘটে। সেই চিত্রা হরিণটি উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয় বন বিভাগের কর্মীরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com