#ভাত #দে #হারামজাদা
ক্ষুধা পেটে করোনার ভয়,
এই জালা আর প্রানে না সয়।
ঘরে অভুক্তদের দীর্ঘ নিঃশ্বাস,
বাহিরে যাওয়ার নেই অবকাশ।
আজ লক ডাউনে বন্দী ঘরে,
কাটছে জীবন অনাহারে।
নাই ভয় ভীতি আর লজ্জা সরম,
যখন দিতেই হবে মূল্য চরম।
আজ কিসের আইন কিসের বাধা,
দুমুঠো ভাত দিয়েযা হারামজাদা।
যদি পেটের জ্বালা হয় নিবারন,
মানবো তবে শাসন বারন।
কেউ খাবে আর কেউ খাবেনা,
থাকতে জীবন তা হবেনা।
করোনার এই প্রার্দূরভাবে,
মোদের যুদ্ধ করে বাঁচতে হবে।
দেশে মজুদ খাদ্যের অভাব নাই,
কেবলই সুষম বণ্টন চাই।
- এম এস আই টুটুল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com