অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলায় প্রথম বারের মতো হারভেস্টর মেশিনের মাধ্যমে ধান কাটা, মাড়াই কাজ শুরু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে সদর উপজেলার বাইপাস রোড সংলগ্ন কাশেমপুর মাঠে ধান কাটার মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার রঘুনাথ গুহ প্রমুখ।
বক্তারা বলেন, মাত্র ২ হাজার টাকা ব্যয়ে কম্বাইন্ড হারভেস্টর মেশিনের মাধ্যমে ঘণ্টায় এক একর জমির ধান কেটে মাড়াই করে বস্তাবন্দি করা সম্ভব। এতে সময় ও খরচ, দুটোয় কম লাগে।
কৃষিবিদ নুরুল ইসলাম জানান, করোনা ভাইরাস এর কারণে কৃষকরা সময়মত শ্রমিকের অভাবে ধান কাটতে না পেরে সমস্যায় পড়ছে। আমরা সরকারি উন্নয়ন সহায়তার মাধ্যমে সরবরাহকৃত হারভেস্টর মেশিনে ধান কাটার ব্যবস্থা করেছি।
ইতোমধ্যে কালিগঞ্জ, তালা ও সাতক্ষীরা সদরে ৩টি মেশিন চাষীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুসারে, এ বছর সাতক্ষীরা জেলায় ৭৫ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ থেকে ৩ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com