হাফিজুর রহমান শিমুলঃজনস্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা ও স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে দেশে একটি উপযুক্ত আইন রয়েছে। সংক্রামক ব্যাধিতে মানুষ যেন নিজে বাঁচার পাশাপাশি অন্যকে সংক্রমিত না করতে পারে সে লক্ষ্যে আইনটি করা হয়। এই আইন অমান্য করলে শাস্তির বিধানও অত্যন্ত সুস্পষ্ট। সমস্যা হলো আইনটি সম্পর্কে জানে না অনেকেই। অধিকাংশ মানুষই এই আইন সম্পর্কে তেমন ওয়াকিবহাল না হওয়ায় মানার বিষয়েও তাদের কোনো আগ্রহ নেই। এই আইনের ওপর সচেতনতা থাকলে স্বাস্থ্যগত ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই জন্য মানুষ যেন আইনটি সম্পর্কে জানতে পারে সে বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি বলেই তাদের অভিমত।
‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ নামে বাংলাদেশেও দারুণ কার্যকরী আইন আছে। জনস্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে ২০১৮ সালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন লঙ্ঘন করলে ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। এই আইন পড়ে সংক্রমণ প্রতিরোধে যেকোনো ব্যবস্থা নিতে আইনগতভাবে সক্ষম হবেন আইইডিসিআর এর মহাপরিচালক। বিদ্যমান আইনে সংক্রামক রোগের সিডিউলে COVID-19 এর নাম নেই, তবে সরকার চাইলে গেজেট করে যেকোনো রোগকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। করোনাভাইরাস আতঙ্ক চারিদিকে ছড়িয়ে। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। করোনাভাইরাস চলে এসেছে বাংলাদেশেও। ইতিমধ্যে বাংলাদেশে করোনায় ১শ ২৭জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বাংলাদেশের কী ধরনের আইনি সক্ষমতা আছে তা জানা ও মানা জরুরি।
এই আইনের আওতায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে জরিমানা করেছে। এর মধ্যে গত ১৭ মার্চ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা, ঝিনাইদহে এক সিঙ্গাপুর প্রবাসীকে ৫হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ১৮ মার্চ শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইনে থাকার ১৪ দিন না যেতেই বাজারে ঘোরাঘুরি করায় দুজন ইতালিফেরত ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারবাহিকতায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ও সামাজিক দুরত্ব না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রায় দুই লক্ষাধীক টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল ও উপজেলার চৌকস সহকারী কমিশনার( ভূমি) সিফাত উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উপজেলা এলাকায় জগনের মাঝে যথেষ্ট সচেতনতা ফিরে এসেছে। থেমে নেই সামাজিক দুরত্ব বজায় রাখতে নিয়মিত তদারকি আর অভিযান। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদীর নেতৃত্বে ব্যাপক প্রচার প্রচারণা অব্যহত আছে। চলছে অবহেলিত, দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী প্রদানের কাজ। উপজেলার মধ্যে জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, সেচ্ছাসেবী সংস্থা ও কিছু এনজিও মাঠে অবিরত কাজ করে আসছে। ফলশ্রতিতে এখানকার জনগন অনেকটা স্বস্তিতে আছেন। তবে ত্রাণ নিয়ে অতৃপ্ততার বিষয়টা আলোচনায় বেশ জোরে শোরে চলছে নিন্ম ও মধ্যবিত্তদের মধ্যে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com