কবি শান্তা মারিয়ার আজ জন্মদিন। প্রতিটি মানুষের জীবনে প্রিয়দিন জন্মদিন। কবি শান্তা মারিয়ার সঙ্গে আমার একটা অদ্ভুত অনুভূতিময় সম্পর্ক আছে। তিনি আমার বোন। কবি শাহীন রিজভীর জীবন সাথী। শান্তা মারিয়ার সঙ্গে আমার পরিচয় চব্বিশ বছর হতে চললো। আমাদের নব্বই দশকে এমন গুণবতী মানুষ খুব একটা আসেনি। ( আমি যেহেতু ভাই হই, তাই আমার চোখে আমার বোন পৃথিবীর সেরা রূপবতী নারী😃)।
নব্বই দশকের শেষ দিকে আমাদের পারিবারিক যাতায়াত বৃদ্ধি পায়। আমরা দিনমান কবিতা নিয়ে মাতামাতি করতাম। কবিতার জন্য আমরা অনেক জায়গায় ঢু মারতাম। শান্তা মারিয়ার সবচেয়ে বড়ো গুণ হলো, তাঁর ক্ষুরধার স্মৃতিশক্তি। কবিতার জন্য আমরা একবার বিরাট এক কোম্পানি করার উদ্যোগ নিয়েছিলাম। ব্যাংকে গিয়েছিলাম কয়েকবার। আমাদের ইচ্ছে ছিল আমরা শিল্পপতি হয়ে শুধু অফিসে মিটিং করবো আর সারাদিন কবিতার জন্য দৌড়াবো। শিল্প প্রতিষ্ঠান নির্মাণের জন্য আমরা কালিয়াকৈর এ বরিয়াবহ এলাকায় গিয়েছিলাম জমি দেখতে। শান্তা মারিয়া দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ফিচার বিভাগে কাজ করতেন। তিনিই আমাকে অনেক কবির সঙ্গে সেই সময় পরিচয় করিয়ে দিয়েছেন। উদ্যান লিটলম্যাগের জন্ম থেকে শান্তা মারিয়া লিখছেন। শান্তা মারিয়া একবার চীনে রেডিওতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে বাংলা কবিতা সম্প্রচারের একটা আয়োজন করেন। তিনি চায়না রেডিও থেকে টেলিফোনে আমার একটা কবিতা লাইভ করেছিলেন। এরপর বাংলাদেশে এসে আবার সাংবাদিকতা। এরপর আবার চীনের কুনমিং বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াতে চলে যান। কিন্তু যোগাযোগ একদিনের জন্যও বন্ধ হয়নি। মজার বিষয় হলো ২০২০ এ উদ্যান লিটলম্যাগের সংখ্যা বের করবো বলে তাঁকে জানালে, তিনিই প্রথম উদ্যানে "নেকলেস" গল্পটা মেইলে পাঠিয়ে দেন। এবার বাংলাদেশে আসার পর যোগাযোগ হলো। আমরা বিশ্বসাহিত্যকেন্দ্রে চা পুড়ি নিয়ে ছাদে বসলাম। একলাফে আমরা চলে গেলাম চব্বিশ বছর পেছনে। আমাদের উচ্চ স্বরের হাসিতে প্রকম্পিত হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের দেয়াল। কয়েকজন তরুণ বাতিঘরে গভীর মনোযোগ সহকারে পাঠ করছিলো। আমাদের হাসির তোড়ে তাদের মনোযোগ বিঘ্নিত হয়েছিল। কিন্তু আমরা অতীত মনে করছি আর হাসছি। আমাদের বন্ধু কমরেড সাখাওয়াত টিপুর চুল সাদা হলো কেমনে, তা নিয়ে আমরা হাসলাম। রাত একটায় আমরা তেজগাও এলাকায় একদিন হাজির হয়েছিলাম। তারুন্যের জয়গান গাইতে।সদা হাস্যোজ্জ্বল, জ্ঞানী আমার এ বোনের আজ জন্মদিন। সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা, আপনি শতায়ু হোন ভ্যালিয়া। আপনার কলম বেয়ে আরো অনেক অমর লেখা বের হোক।
জন্মদিনে শুভেচ্ছা মিশ্রিত ভালোবাসা।
তৌফিক জহুর
কবি ও সম্পাদক,
উদ্যান
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com