মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাসে আজ সারাবিশ্ব অচল হয়ে পড়েছে। প্রতিটি দেশ যার যার সামর্থ্য অনুযায়ী এই মহামারি মোকাবেলা করে চলেছে। আমাদের বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও জনসংখ্যা তুলনামূলক বেশি। আমাদের দেশের জনগণের মধ্যে সচেতনতাবোধ খুব কমই পরিলক্ষিত হয়। সরকারের নিয়মনীতি তারা মেনে চলতে অভ্যস্ত নয়। যার ফলে প্রতিটি জেলা শহর থেকে মাঠ পর্যায় পর্যন্ত সকল প্রশাসন ও সশস্ত্র বাহিনী কাজ করছে জনসচেতনা বাড়াতে, মানুষকে ঘরে নিরাপদে রাখতে, তাদের খাদ্য সহায়তা দিতে। এমনই একজন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল। তিনি তার জেলার সকল প্রশাসনকে নিয়ে রাতদিন মানুষের জন্য কাজ করে চলেছেন। শ্রম দিয়ে, মেধা দিয়ে, আইন দিয়ে, ভালোবাসা দিয়ে জনগণকে নিরাপদ রাখতে প্রতিনিয়ত শহর, গ্রাম, বাজার সবখানে ছুটে চলেছেন। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সাতক্ষীরা জেলার মানুষকে সচেতন ও দিক নির্দেশনার বার্তা পৌঁছে দিচ্ছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল শুধু প্রশাসনিক দিক দিয়ে দক্ষতার সাথে সেবা দিচ্ছে তাও নয়, তিনি একজন সাহিত্যিক মানুষও। তিনি সাতক্ষীরার সাহিত্য অঙ্গনে অনেক গুরুত্বের সাথে কাজ করেছেন। তিনি নিজে লেখালেখিও করেন। আজ করোনা মহামারীর বিরুদ্ধে সরকার, জেলা প্রশাসন, ডাক্তার, পুলিশ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি, শিল্পী যে যার সামর্থ্য অনুযায়ী নিজের শ্রম, মেধা দিয়ে করোনা যুদ্ধে অংশগ্রহণের একাত্বতা প্রকাশ করেছেন। সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক তার নিজের রচিত কবিতায় জনসচেতনতা ও করোনা যুদ্ধ নিয়ে জনগণের মাঝে তুলে ধরেছেন এভাবে....
হৃদয়পুরের বাঁশি
হৃদয়পুরে বাজে বাঁশি
নশ্বর এই জীবনটাকে ভালোবাসি
স্বপ্নটাকে বাচিয়ে রাখতে
পদে পদে দুরত্বটাকে বজায় রাখি
মেপে মেপে চারপাশেতে বৃত্ত আঁকি
৪ ফুটের শর্ত মেনে সবার থেকে
দুরে থাকি।
নুতন দিনের স্বপ্ন বুনে
শীষ দিয়ে যায় ভোরের পাখি
জীবনটাকে বাজি রেখে
যুদ্ধ জয়ের স্বপ্ন দেখি।
তোমার যুদ্ধ আমার যুদ্ধ
জনতার জনযুদ্ধ
ঘরে থাকার দুরে থাকার
কর্মহীন অসহায়ের পাশে থাকার
কৃষক ভাইয়ের কাজ লাগার
ব্রত নিয়ে পথ চলার সময় এখন
তোমার আমার। সময় এখন
অনাবাদি সকল জমি চাষাবাদের।
সময় এখন সব জনতার
যুদ্ধ জয়ের স্বপ্ন দেখার
সময় এখন সীমাবদ্তার উর্দ্ধে উঠে
ছোট বড় সকল যোদ্ধার
পাশে থাকার ।
সময় এখন যুদ্ধে যাবার
তোমার আমার আমজনতার
যুদ্ধ এখন ঘরে থাকার।
মনোবল চাঙা রাখার
দরকার খুব দরকার
ভেঙে পড়া মনোবল
জোড়া লাগা দরকার
ঘরে ঘরে দূর্গ গড়ার দরকার।
গর্জে উঠুক আর একবার
৭১ এর হাতিয়ার
বীর বাঙালির ইতিহাস
দেশপ্রেমের ইতিহাস
বীর বাঙালির ইতিহাস
যুদ্ধ জয়ের ইতিহাস।
এ ইতিহাস লেখা হবে বার বার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com