হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জের হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসায় বজ্রপাতে একাডেমিক ভবন, বিদ্যুৎ মিটার-লাইন ও বড় বড় গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় ঘটেছে। সরেজমিনে দেখাগেছে, উপজেলা সদরে নারী জাগরণের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মহিলা মাদ্রাসার একাডেমিক ভবন ও বৃহৎ তিনটি গাছের ক্ষতি হয়েছে। বিদ্যুতের মিটারসহ এবাতেদায়ী ভবনের টিনের ছাউনী নষ্ট হয়ে গেছে। হাজী তফিল উদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার প্রতিনিধিকে জানান, বজ্রপাতের ফলে মাদ্রাসার একাডেমিক ভবন, টিনের ছাউনী ও আসবাবপত্রের বেশ ক্ষতি হয়েছে। মাদ্রাসা ক্যাম্পাসের ছায়াদানকারী বৃহৎ দুটি গাছ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর নিকট জানতে চাইলে তিনি বলেন মাদ্রাসার এবতেদায়ী ভবনের অনেক ক্ষতি হয়েছে। টিনের ছাউনী নস্ট হয়েছে এবং বিদ্যুৎ লাইনের মিটারটি নষ্ট হয়ে গেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com