মোঃ মনির হোসেন শাহীন:গোটা বিশ্ব যখন করোনার করাল গ্রাস মোকাবেলায় নতজানু, ঠিকক তখনই । অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ,
এর সদস্যবৃন্দ করোনা আক্রান্ত রোগীদের সেবায় স্বেচ্ছায় এগিয়ে আসার প্রত্যয় নিয়ে-পিপিই পরিধান ট্রেনিং ও সেবামূলক পরামর্শ নিয়েনিজেদেরকে প্রস্তুত করেছেন। তাদেরকে পিপিই, হ্যান্ডস্যানিটাইজার,মাস্ক, হ্যান্ডগোলভস, জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।এ মহৎ উদ্যোগে উদ্ধুদ্ধ করেছেন- অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ এর প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ খলিলুর রহমান, মহাপরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়। তাছাড়া সার্বিক সহযোগিতা করছেন-অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ এর উপদেষ্টা মোহাম্মদ. কাইয়ূম সরকার তপন ও সন্মানিত সভাপতি মোহাম্মদ সামসুজ্জামান খান মাসুম। অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ এর সকল সদস্যবৃন্দ এ মহৎ উদ্যোগকে স্বাগতম জানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ এর আর্তমানবতার পাশে এসে দাঁড়ানোর প্রচেষ্টাকে একটি সময়পোযোগী বাস্তবমুখী পদক্ষেপ মনে করেছেন এলাকবাসী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com