দেশজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আক্রান্ত ওই যুবককে তার বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ চৌধুরী।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আক্রান্ত যুবক শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল মালেকের ছেলে মো. তারেক (৩৫)।
ডা. সাজ্জাদ জানান, বেশ কয়েকদিন ধরে তারেক জ্বরে ভুগছিলেন। সপ্তাহ পেরিয়ে গেলেও জ্বর ভালো না হওয়ায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জ্বরের তীব্রতা ও অন্যান্য উপসর্গ দেখে তার ডেঙ্গুর লক্ষণ অনুমান করেন তারা। পরে শনিবার একটি প্রাইভেট ক্লিনিকে তার ডেঙ্গু জ্বরের পরীক্ষা করে পজেটিভ পাওয়া যায়।
তিনি জানান, ডেঙ্গু শনাক্ত হওয়ার পরপরেই তাকে তার বাসায় রেখেই ডেঙ্গুর চিকিৎসা শুরু হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট বিভাগের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় জানান, বর্ষা শুরুর আগেই পরিচ্ছন্নতার বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, “এক দিকে করোনা অন্যদিকে ডেঙ্গু।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com