তথ্য মন্ত্রণালয়,২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের মেয়াদ বাড়াচ্ছে ।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
দেশে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নির্ধারিত সময়ে অনেকে চলচ্চিত্র জমা দিতে না পারায় মেয়াদ বাড়ানো হচ্ছে বলে 'মানুষের কল্যাণে প্রতিদিন' কে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।
কতদিন বাড়ানো হতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অফিস খোলার পর জুরি বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।”
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের পদাধিকার বলে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান কমিটির জুরি বোর্ডের সদস্য সচিবের দায়িত্বেও আছেন জসীম উদ্দিন।
সেন্সর বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার খুবই কম চলচ্চিত্র জমা পড়েছে। অনেকে জমা দিতে চাইলেও মেয়াদ শেষ হওয়ার কারণে জমা দিতে পারেনি। তারা মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com