রেজাউল ইসলাম:পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎ বিল দ্বিগুণ করার অভিযোগ উঠেছে এবার। গোটা দেশ মহামারী করোনার থাবায় থমকে গিয়ে প্রতিটি নাগরিকের রোজগারের পথ বন্ধ হয়ে কোনভাবে খেয়ে না খেয়ে অনির্দিষ্ট কালের সাথে যখন যুদ্ধ করে যাচ্ছেন। চলমান পরিস্থিতিকে বিবেচনা করে বিভিন্ন এনজিও সংস্থা ঋণ নেয়া গ্রাহকদের ৬ মাসের কিস্তি স্থগিত করেছেন। অথচ এ মুহুর্তে বিদ্যুৎ কর্তৃপক্ষ অনুমান ভিত্তিক ইচ্ছামত অংক বসিয়ে একসাথে দু’মাসের বিল কাগজ গ্রাহকদের ধরিয়ে দিচ্ছেন। যা এ মুহুর্তে নুন আনতে পান্তা ফুরানোর কর্মহীন পরিবারগুলোর ঘাড় মটকানোর মতো বোঝা হয়ে দাঁড়িয়েছে। একাধিক শ্রমজীবি মানুষ অভিযোগ করেছেন, আগের চেয়ে বর্তমানে দ্বিগুণ বিদ্যুৎ বিল করা হয়েছে। যে ঘটনায় মঠবাড়িয়া উপজেলার অধিকাংশ গ্রাহকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ডের ইয়াকুব ফরাজী বলেন, বর্তমান বিদ্যুৎ বিল কাগজে আমার ঘরের বিদ্যুৎ বিল দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে কামাই রোজগার না থাকায় এখন আমি কি দিয়ে এ বিল পরিশোধ করবো জানিনা। উত্তর মিঠাখালীর আলি হায়দার বলেন, চলমান মাসে আমার আবাসিক বাড়ির বিদ্যুৎ বিল রিডিং না দেখে অতিরিক্ত চারশত টাকা ধরা হয়েছে, যা অন্য মাসের তুলনায় দ্বিগুণ। দক্ষিণ মিঠাখালীর রুহুল আমীন বলেন, অনুমান ভিত্তিক আমার বাসা-বাড়ির বিল অন্য মাসের তুলনায় দ্বিগুণ ধরা হয়েছে। যা চরম অনিয়মের শামিল। ডিজিএম খাইরুল আমিন (ভারপ্রাপ্ত) বলেন, মহামারীর কারণে গ্রাহকরা রিডিং ম্যানকে কারো বাড়িতে প্রবেশ করতে দেয়নি, বিধায় অন্য মাসের বিলের সাথে তুলনা করে অনুমান ভিত্তিক বিল করা হয়েছে। কারো বিল অতিরিক্ত বেশি ধরা হলে তা অফিসে আসলে পূনরায় সংশোধন করে নেয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com