অনলাইন ডেস্কঃ
বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ সদস্য মোঃ জসিম উদ্দিন শাহাদাতবরণ করেছেন।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (কল্যান) মো: শাহ কামাল ডিএমপি নিউজকে জানান, মো: জসিম উদ্দিন ডিএমপির ওয়ারী বিভাগে কর্মরত ছিলেন।
তিনি জানান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪০ বছর। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
শাহ কামাল আরো জানান, করোনাকালে অর্পিত দায়িত্ব পালনকালে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। ২৯ এপ্রিল সকালে আইইডিসিআর থেকে মোঃ জসিম উদ্দিন করোনা পজিটিভ মর্মে জানানো হয়।
তিনি জানান, বাংলাদেশ পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় মোঃ জসিম উদ্দিনের মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং-এ যথাযথ ধর্মীয়রীতি মেনে অন্তোষ্টক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
কনস্টেবল মো: জসিম উদ্দিনের মৃত্যুতে পুলিশ সদরদপ্তর, ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম(বার) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।
পুলিশ সদরদপ্তরের এক শোকবার্তায় বলা হয়, চলমান করোনাযুদ্ধে দেশের সম্মানিত জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে মোঃ জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশমাতৃকার সেবায় তাঁর এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাঁকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।
শোক বার্তায় আরো জানানো হয়, করোনা যুদ্ধে আত্মোউৎসর্গকারী কনস্টেবল মোঃ জসিম উদ্দিনের পরিবারের পাশে সর্বোতভাবে থাকবে বাংলাদেশ পুলিশ।
পুলিশ কনস্টেবল মো: জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্মানিত ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম (বার)।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম (বার) ও এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক, নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় তাঁরা বলেন, চলমান করোনাযুদ্ধে পুলিশ কনস্টবল মোঃ জসিম উদ্দিন এর মত একজন সম্মুখ যোদ্ধার অকাল প্রয়াণে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন গভীরভাবে শোকাহত।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পুলিশের এই বীর সদস্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত সম্মানিত নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করে গেছেন। দেশমাতৃকার সেবায় তাঁর এ আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com