প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২০, ১:১৮ পি.এম
বলিউড তারকা ঋষি কাপুরের মৃত্যু | মানুষের কল্যাণে প্রতিদিন
অনলাইন ডেস্কঃ
ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার সকালে তাকে হাসপতালে নেয়া হয় বলে জানিয়েছেন তার ভাই রণধীর কাপুর।
রণধীর কাপুর সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ঋষি কাপুর হাসপতালে ছিলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন, তার শ্বাসকষ্টও ছিল। এ কারণে তাকে হাসপতালে নেয়া হয়। গতকাল তার অবস্থা স্থিতিশীল ছিল বলে জানান তিনি।
এনডিটিভি জানায়, খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে তার দীর্ঘদিনের বন্ধু এবং সহ-তারকা অমিতাভ বচ্চন সমবেদনা জানিয়ে টুইট করেছেন। অভিতাভ বচ্চন বলেন, ''তিনি চলে গেলেন, ঋষি কাপুর চলে গেলন, এই মাত্র তিনি চলে গেলন। আমি বিধ্বস্ত হয়ে গেলাম।'' আরো অনেক অভিনেতা তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছেন।
ববি এবং চাঁদনি খ্যাত তারকা অভিনেতা ঋষি কাপুর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। গত বছর তিনি মুম্বাই ফিরে আসেন। গত ফেব্রুয়ারিতে তাকে দুইবার হাসপাতালে নেয়া ঞয়। প্রথমবার দিল্লিতে এবং দ্বিতীয়বার মুম্বাইয়ের হাসপাতালে নেয়া হয়। তবে দ্বিতীয়বার তার ব্যাপক জ্বর ছিল।
মৃত্যুকালে এই খ্যাতিমান অভিনেতা স্ত্রী নিতু কাপুর, ছেলে রণবীর কাপুর এবং মেয়ে রিদ্দিমাকে রেখে গেলেন। সেই সাথে কাঁদিয়ে গেলেন লাখো ভক্তকে।
এদিকে বুধবার মারা যান বলিউডের জনপ্রিয় আরেক অভিনেতা ইরফান খান। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৩ বছর বয়সী এই বলিউড অভিনেতা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com