অনলাইন ডেস্কঃ
জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণকালীন সময়ে ঘরে ঘরে চিকিৎসা সেবা নিশ্চিত করতে কক্সবাজারে প্রথমবারের মত মোবাইল হাসপাতাল কার্যক্রম শুরু হয়। মোবাইল হাসপাতালের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সম্মানিত সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ ও সমন্বয়ক, কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম জনাব হেলালুদ্দীন আহমদ মহোদয়। কক্সবাজারের শহর ও জেলার প্রত্যন্ত এলাকায় বয়োবৃদ্ধ, শিশুসহ দুস্থ মানুষ যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসতে পারছেন না তাদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ হাসপাতালের ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। হাসপাতালটি পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন এলাকায় সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনে হাসপাতালে রেফারেল করা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করবে। মোবাইল হাসপাতালের উদ্যােগ গ্রহণে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি জেলা প্রশাসন, কক্সবাজার কৃতজ্ঞ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com