মোঃ আনোয়ার হোসেন : তিন মাসের বাড়ী ভাড়া (এপ্রিল মে জুন) মওকুফের দাবীতে জাগো বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশন এর পক্ষ থেকে এ দাবী জানানো হয়।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বিগত ২৬ মার্চ ২০২০ ইং থেকে ০৩ মে ২০২০ ইং পর্যন্ত ৩৮ দিন যাবৎ প্রানঘাতী অদৃশ্য করোনা ভাইরাস আতংকে দেশব্যাপী সকল নাগরিকদের ন্যায় সর্বস্তরের ভাড়াটিয়াগন হোম কোয়ারেন্টাইনে আছেন, তাদের বেশীর ভাগই মধ্যবিত্ব, নিম্ন মধ্যবিত্ত এবং সল্প আয়ের মানুষ। কিন্ত হঠাৎ তাদের আয় রোজগার বন্ধ হওয়ায় ছেলে মেয়ে স্ত্রী মা বাবা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, দেশব্যাপী সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইন থাকায় ভাড়াটিয়ারা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করলেও ঘড় ভাড়ার চিন্তায় দিশেহারা হয়ে পরছে। এমনকি সল্প ভাড়া যথা সময়ে দিতে না পারায় অনেককে বাড়ী থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং নানামুখী নির্যাতন নিপিড়ীন চলছে।
বক্তারা আরও বলেন সরকারের কাছে আমরা যৌক্তিক দাবী তুলে ধরতে চাই ভাড়াটিয়ারা ঘড়ভারা পূর্বেও দিয়েছে সামনেও দিবেন কিন্তু এ কেমন বর্বরতা।
করোনা দূর্যোগের ভয়াবহতার কারনে ঘরে জমানো টাকা পয়শা শেষ হওয়ার কারনে কঠিন দুশ্চিন্তায় আছে সাধারণ মানুষ তাই দেশব্যাপী সকল ভাড়াটিয়াদের দাবী
১। ৩ মাসের (এপ্রিল,মে,জুন,) ভাড়া মওকুফ করতে হবে।
২।ভাড়াটিয়াদের রেশন কার্ড করে দিতে হবে।
৩।ভাড়াটিয়াদের উপর অনাকাঙ্ক্ষিত নির্যাতন বন্ধ করতে হবে।
এ সময় বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিক সহ আরো আটটি সংগঠন এতে যোগ দেন
সাংবাদিক আতিক রহমান এর সভাপতিত্বে মানববন্ধন টি দুপুর ১২ টায় শেষ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com