রাজশাহীর পবা উপজেলার নওহাটার পাইকপাড়া ও পারিলার সোনারপাড়া এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে চালানো এ অভিযানে মাটি খননের কাজে ব্যবহত স্কেভেটর মেশিন অকেজো করা হয়েছে।
জানা গেছে, পবার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি আবাদী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন। এতে ওই বিলগুলোর পানি নিষ্কাশণে সমস্যা হবে এবং শতশত বিঘা জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনাবাদি রয়ে যাবে। এই পরিস্থিতিতে পুকুর কাটা বন্ধে সংশ্লিষ্ট এলাকার লোকজন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা কামনা করেন। এর প্রেক্ষিতে দুপুরে নওহাটার পাইকপাড়ায় ও পারিলার সোনারপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আদালতের উপস্থিতি টের পেয়ে পুকুর কাটার লোকজন পালিয়ে যায়। সে সময় পুকুর কাটার কাজে ব্যবহত স্কেভেটর মেশিন অকেজো করা হয়। ওই সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক, ভূমি অফিসের প্রতিনিধি এবং আরএমপির পবা ও এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবৈধ পুকুর খনন বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া পবা উপজেলা প্রশাসন বিভিন্ন ইউনিয়ন পরিষদে ও গুরুত্বপুর্ণ বাজারে পুকুর খনন বন্ধে নোটিশ টানিয়েছে ও মাইকিং করেছে। তার পরেও থামছে না অবৈধ পুকুর খনন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com