হাফিজুর রহমান শিমুলঃ বর্তমানে বৈশ্বিক প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরার কালিগঞ্জে কর্মহীন অসহায়দের মাঝে বিএনপির পক্ষ থেকে দ্বিতীয় দিনের মত খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যয় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) নির্বাচনি আসনে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন এর পক্ষ থেকে মঙ্গলবার (০৫ মে) কালিগঞ্জের পাউখালি মোড়ে বেলা ১১ টায় শ্যামনগরের পদ্মপুকুর ও কালিগঞ্জ উপজেলার দঃ শ্রীপুর, মথুরেশপুর, কৃষ্ণনগর, ধলবাড়িয়া, রতনপুর, চাম্পাফুল সহ মোট ৭টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। খাদ্যসামগ্রী বিতরন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শেখ এবাদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম বাবু, যুগ্ন-সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী, বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ, শেখ রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জি,এম রবিউল্যাহ বাহার, সাবেক সাধারন সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রাব্বি হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আলাউদ্দীন সোহেল, যুবনেতা মোতাহার হোসেন, শামিম আজাদ বুলবুল, আমিনুর, রবিউল, আইয়ুব, আঃ করিম, ছাত্রনেতা মীর শাহীনুর, শামিম প্রমুখ। খাদ্যসামগ্রী গ্রহণ করেন দঃশ্রীপুর ইউনিয়নের পক্ষে সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক নূরুজ্জামান পাড়, যুবদল সভাপতি মোতাহার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মীর শাহীনুর, মথুরেশপুর ইউনিয়নের পক্ষে সাধারন সম্পাদক শফিকুল ইসলাম টোকন, সাংগঠনিক সম্পাদক আঃ করিম, বিএনপি নেতা আবু তাহের মেম্বর, আবু সাঈদ, ধলবাড়িয়া ইউনিয়নের পক্ষে সাধারন সম্পাদকে রেজাউল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়নের পক্ষে সভাপতি আলীবখস্ গাইন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহিদুর রহমান, রতনপুর ইউনিয়নের পক্ষে যুবদল সাধারন সম্পাদক আঃ সবুর, বিএনপি নেতা বাবু মেম্বর, ছাত্রদলের সভাপতি আঃ কাদের, চাম্পাফুল ইউনিয়নের পক্ষে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। আগামীকাল বুধবার তৃতীয় দিনে কালিগঞ্জ উপজেলার বাকী ৬টি ইউনিয়নে বিতরনের মাধ্যমে ৩৬ শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরন সমাপ্ত হবে।
উল্লেখ্য যে, আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন ২০০০ সালে বানভাসী মানুষের কল্যাণে একাধারে ত্রান সামগ্রী বিতরণ করে দেশের দক্ষীনাঞ্চালে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ২০০১ সালে তিনি সাতক্ষীরা -৪ আসনে ৪দলীয় ঐক্যজোটের প্রার্থী হয়ে সেরা ভোটে সংসদ সদস্য নির্বাচীত হয়ে কালিগঞ্জ দেবহাটা নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন সাধীত করেছিলেন। তিনি এলাকার মানুষের কল্যাণে সেবা দিয়ে চলেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com