ঢাকার আশুলিয়ায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলাচেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু 'মানুষের কল্যাণে প্রতিদিন' কে তথ্যটি নিশ্চিত করেছেন , বুধবার রাতে আশুলিয়া রাজস্ব সার্কেলের নাজির মো. ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন আশুলিয়া টঙ্গাবাড়ী এলাকার মজুল মাদবরের ছেলে রুহুল মাদবর, একই এলাকার কফিল উদ্দিন বেপারীর ছেলে আবু তালেব বাবু, আলী মাদবরের ছেলে আলামিন মাদবর ও সাভার দক্ষিণ পাড়া এলাকার হরিদাস সাহার ছেলে বিপ্লব সাহা।
মামলায় অভিযোগ করা হয়েছে, বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বাজার পরিদর্শনে গেলে তার ওপর হামলার চেষ্টা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি বলেন, “আশুলিয়া বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা না পরিদর্শন গিয়েছিলাম। এ সময় কিছু অসাধু ব্যক্তি অতর্কিতে আমাদের ওপর হামলার চেষ্টা করে।”
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি শেখ রিজাউল হক দিপু।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com