সাম্প্রতিক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করনীয় নির্ধারণে জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের মতবিনিময় সভা আজ বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুতমিশ, সভাপতি- চেম্বার অফ কমার্স, শপিং মল সত্ত্বাধিকারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভার শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা সবাইকে পড়ে শুনানো হয়। জেলার শপিংমলগুলোতে হাত ধোওয়া এবং স্যানিটাইজার এর পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সামাজিক দূরত্ব বজায় রাখতে একদরে পণ্য বিক্রি, ব্যবসায়ীদের মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়টি সাতক্ষীরা-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সভায় তুলে ধরেন। সাতক্ষীরা-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সভায় সামাজিক দূরত্ব নিয়ন্ত্রনে কাপড় ব্যবসায়ী, জুতা ব্যবসায়ীদের সাতক্ষীরা স্টেডিয়াম বা পিটিআই মাঠে স্থানান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়টি তুলে ধরেন। জেলা আওয়ামী লীগ সভাপতি দোকানদারদের সচেতনতা এবং একদরে পণ্য বিক্রি করার বিষয়টি তুলে ধরেন। জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সেক্রেটারি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতি দোকানে সিসিটিভি যুক্ত করতে হবে। সিভিল সার্জন সবাইকে ভিড় এড়িয়ে মাস্ক ব্যবহার করতে বলেন। সভান্তে, সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিধান্ত গৃহীত হয়;
১। সকল ব্যবসায়ীকে ভিড় নিয়ন্ত্রনে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
২। প্রত্যেক দোকানদারকে মাস্ক এবং গ্লাভস পরিধান করতে হবে।
৩। দোকানের সামনে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রনে বৃত্ত একে দিতে হবে।
৪। শপিং মলের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৫। মূল্য তালিকা টানাতে হবে এবং একদাম লিখা থাকতে হবে।
৬। মাছ বাজারের খুচরা বিক্রেতাদের ফুড গোডাউনের পাশে স্থানান্তর করতে হবে।
৭। ৫ ফুট অন্তর দোকান বসাতে হবে।
৮। বাজারে সকল ক্রেতাকে খোলা ছাতা ব্যবহার করতে হবে।
মিডিয়া_সেল
জেলা_প্রশাসকের_কার্যালয়, সাতক্ষীরা
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com